Khoborerchokh logo

ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক সোহেল রানা‘র বিরোদ্ধে বিভাগীয় তদন্ত শুরু : ডিএমপি.কমিশনার 232 0

Khoborerchokh logo

ছবি,পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক:
ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক সোহেল রানাকে পরিদর্শকের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় নতুন কর্মকর্তাও দেওয়া হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার ।
কমিশনার বলেন, সোহেল রানা ভারতে পালিয়ে গেছেন,গুলশান পুলিশের পক্ষ থেকে এমন রিপোর্ট আসার পর বনানীর পরিদর্শক পদ থেকে বরখাস্ত করা হয়। তার জায়গায় নতুন পরিদর্শক আলমগীর গাজীকে যোগদান করতে বলা হয়েছে। পাশাপাশি সোহেল রানার বিরুদ্ধে যে অভিযোগে মামলা হয়েছে তার তদন্ত করা হচ্ছে। এসব তদন্তে দোষী প্রমাণিত হলে তাকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে তিনি সরকারি চাকরিতে থাকাকালীন পালিয়ে গিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ ব্যাপারে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি আরও বলেন, ‘আমরা শুনেছি বিতর্কিত ওই প্রতিষ্ঠানের সঙ্গে সোহেল রানার সম্পৃক্ততা আছে। তা এখন তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পরই তার এ বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত,ই-অরেঞ্জের মাধ‌্যমে গ্রাহকের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সোহেল রানার বিরুদ্ধে। গত শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে ভারত-নেপাল সীমান্ত গ্রেপ্তার হন তিনি। ভারতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com